ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পেনশন স্কিম ‘প্রত্যয়’: যেসব সুবিধা পাবেন চাকুরীজীবিরা

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন পেনশন স্কিম ‘প্রত্যয়’১ জুলাই থেকে চালু হলো। এই স্কীম দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, সংস্থা, ব্যাংক এবং পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ৪০০ সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রযোজ্য হবে।

যা আছে ‘প্রত্যয়’ স্কিমে : ‘প্রত্যয়’ পেনশন স্কিমে একজন কর্মচারীর মূল বেতনের ১০ শতাংশ কর্তন করা হবে। এর সাথে সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দেবে। আর সেই অর্থ জমা হবে পেনশন তহবিলে। ৩০ বছর ধরে মাসে দুই হাজার ৫০০ টাকা করে রাখলে একজন কর্মচারীর নিজ বেতন থেকে জমা হবে নয় লাখ। এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জমা করবে আরো নয় লাখ টাকা। এক্ষেত্রে মোট চাঁদা হবে ১৮ লাখ টাকা। যদি এই ব্যক্তি ৭৫ বছর বয়সে মারা যায়, তাহলে ১৫ বছরে পেনশন পাবে ১ কোটি ১২ লাখ ১৯ হাজার ৪০০ টাকা। যা ওই ব্যক্তির জমার ১২ দশমিক ৪৭ গুণ।

বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশসহ সব রাষ্ট্রীয় মালিকানাধীন ও সরকারি ব্যাংক; ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়, সাধারণ বীমা করপোরেশনসহ সব করপোরেশন,রপ্তানি উন্নয়ন ব্যুরো, পেট্রোবাংলা, বিএসটিআইসহ প্রায় ৪০০ সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রত্যয় প্রযোজ্য হবে।

সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা অয়েল, যমুনা অয়েলসহ সরকারের হাতে ৫০ শতাংশের বেশি শেয়ারের মালিকানা রয়েছে। এমন কোম্পানিগুলোতে নতুন যোগ দেওয়া কর্মীরাও আর পেনশন পাবেন না।

সরকার বলছে, এই পেনশনের সুবিধা আজীবন মিলবে। এমনকি আছে এর অঙ্ক বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। পেনশন কর্মসূচি রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত হওয়ায় শতভাগ ঝুঁকিমুক্ত ও নিরাপদ এবং আয়করমুক্ত। এই কর্মসূচিতে নিবন্ধিত কর্মচারীরা পেনশন পাওয়ার উপযুক্ত হওয়ার পরের মাস থেকেই স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক হিসাবে মাসিক পেনশনের অর্থ পেয়ে যাবেন। পেনশন পেতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বা অন্য কোনো দফতরে যাওয়ার প্রয়োজন হবে না।

এদিকে, এই পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। পেনশন স্কিম বাতিল না করায় সোমবার (১ জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পেনশন স্কিম ‘প্রত্যয়’: যেসব সুবিধা পাবেন চাকুরীজীবিরা

সংবাদ প্রকাশের সময় : ০১:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

নতুন পেনশন স্কিম ‘প্রত্যয়’১ জুলাই থেকে চালু হলো। এই স্কীম দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, সংস্থা, ব্যাংক এবং পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ৪০০ সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রযোজ্য হবে।

যা আছে ‘প্রত্যয়’ স্কিমে : ‘প্রত্যয়’ পেনশন স্কিমে একজন কর্মচারীর মূল বেতনের ১০ শতাংশ কর্তন করা হবে। এর সাথে সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দেবে। আর সেই অর্থ জমা হবে পেনশন তহবিলে। ৩০ বছর ধরে মাসে দুই হাজার ৫০০ টাকা করে রাখলে একজন কর্মচারীর নিজ বেতন থেকে জমা হবে নয় লাখ। এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জমা করবে আরো নয় লাখ টাকা। এক্ষেত্রে মোট চাঁদা হবে ১৮ লাখ টাকা। যদি এই ব্যক্তি ৭৫ বছর বয়সে মারা যায়, তাহলে ১৫ বছরে পেনশন পাবে ১ কোটি ১২ লাখ ১৯ হাজার ৪০০ টাকা। যা ওই ব্যক্তির জমার ১২ দশমিক ৪৭ গুণ।

বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশসহ সব রাষ্ট্রীয় মালিকানাধীন ও সরকারি ব্যাংক; ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়, সাধারণ বীমা করপোরেশনসহ সব করপোরেশন,রপ্তানি উন্নয়ন ব্যুরো, পেট্রোবাংলা, বিএসটিআইসহ প্রায় ৪০০ সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রত্যয় প্রযোজ্য হবে।

সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা অয়েল, যমুনা অয়েলসহ সরকারের হাতে ৫০ শতাংশের বেশি শেয়ারের মালিকানা রয়েছে। এমন কোম্পানিগুলোতে নতুন যোগ দেওয়া কর্মীরাও আর পেনশন পাবেন না।

সরকার বলছে, এই পেনশনের সুবিধা আজীবন মিলবে। এমনকি আছে এর অঙ্ক বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। পেনশন কর্মসূচি রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত হওয়ায় শতভাগ ঝুঁকিমুক্ত ও নিরাপদ এবং আয়করমুক্ত। এই কর্মসূচিতে নিবন্ধিত কর্মচারীরা পেনশন পাওয়ার উপযুক্ত হওয়ার পরের মাস থেকেই স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক হিসাবে মাসিক পেনশনের অর্থ পেয়ে যাবেন। পেনশন পেতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বা অন্য কোনো দফতরে যাওয়ার প্রয়োজন হবে না।

এদিকে, এই পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। পেনশন স্কিম বাতিল না করায় সোমবার (১ জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।