ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে দুর্নীতি উৎসাহিত হবে: ডিআরইউ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার অস্বাভাবিক সম্পত্তি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

আরও পড়ুন : দুদকের তলবে সাড়া দেননি বেনজীর

সংগঠনটি বলেছে, সম্প্রতি পুলিশের সাবেক ও বর্তমান কয়েক কর্মকর্তাকে নিয়ে সংবাদ প্রকাশের পর কোনো কোনো মহল ও সংগঠন যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করছে, তা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। রোববার (২৩ জুন) ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন এক বিবৃতিতে এ কথা বলেন।

বিৃতিতে তারা বলেন, দেশের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার অস্বাভাবিক সম্পদের মালিক হওয়ার সংবাদ কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রকাশ করা হয়নি। সাংবাদিকরা সব সময়ই দায়িত্বশীল এবং তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করেন।

আরও পড়ুন : এনবিআরের মতিউরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

ডিআরইউর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সব তথ্যই গণমাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ। তবে সাংবাদিকদের বড় কাজ অনুসন্ধানী সংবাদ পরিবেশন করা। সাংবাদিকরা অনুসন্ধান করে তথ্য-উপাত্ত বের করে থাকেন এবং এরপর পেশাদারির সাথে তা প্রকাশ করেন।

এরইমধ্যে কিছু তথ্যভিত্তিক খবর বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে প্রকাশিত হয়েছে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, এসব সংবাদ কারও বিপক্ষে যাবে, এটাই স্বাভাবিক। এক্ষেত্রে যাদের নামে সাংবাদ প্রকাশিত হয়েছে, তাদের কাজ প্রকাশিত তথ্যগুলো সঠিক কি না, তা প্রমাণ করা। কোনো কর্মকর্তা দুর্নীতি করে থাকলে এটি তার ব্যক্তিগত বিষয়। এ নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সংবাদমাধ্যমকে দোষারোপ করা শোভনীয় কাজ নয়, বরং এরমধ্যে দিয়ে ব্যক্তিগত দুর্নীতি উৎসাহিত হওয়ার শঙ্কা রয়েছে।

আরও পড়ুন :বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা

দেশের স্বার্থে সাংবাদিক-পুলিশ দীর্ঘদিন থেকে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে একসাথে কাজ করে আসছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, আগামী দিনেও একসাথে কাজ করবেন সাংবাদিক ও পুলিশ।

ডিআরইউ নেতারা বলেন, সব বাধা বিপত্তির মুখেও সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করে যাবেন। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বিঘ্নিত হয় এমন বক্তব্য প্রদান থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে। কারণ মত প্রকাশের স্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতার অধিকার বাংলাদেশের সংবিধানেই স্বীকৃত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে দুর্নীতি উৎসাহিত হবে: ডিআরইউ

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪

সম্প্রতি পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার অস্বাভাবিক সম্পত্তি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

আরও পড়ুন : দুদকের তলবে সাড়া দেননি বেনজীর

সংগঠনটি বলেছে, সম্প্রতি পুলিশের সাবেক ও বর্তমান কয়েক কর্মকর্তাকে নিয়ে সংবাদ প্রকাশের পর কোনো কোনো মহল ও সংগঠন যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করছে, তা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। রোববার (২৩ জুন) ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন এক বিবৃতিতে এ কথা বলেন।

বিৃতিতে তারা বলেন, দেশের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার অস্বাভাবিক সম্পদের মালিক হওয়ার সংবাদ কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রকাশ করা হয়নি। সাংবাদিকরা সব সময়ই দায়িত্বশীল এবং তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করেন।

আরও পড়ুন : এনবিআরের মতিউরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

ডিআরইউর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সব তথ্যই গণমাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ। তবে সাংবাদিকদের বড় কাজ অনুসন্ধানী সংবাদ পরিবেশন করা। সাংবাদিকরা অনুসন্ধান করে তথ্য-উপাত্ত বের করে থাকেন এবং এরপর পেশাদারির সাথে তা প্রকাশ করেন।

এরইমধ্যে কিছু তথ্যভিত্তিক খবর বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে প্রকাশিত হয়েছে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, এসব সংবাদ কারও বিপক্ষে যাবে, এটাই স্বাভাবিক। এক্ষেত্রে যাদের নামে সাংবাদ প্রকাশিত হয়েছে, তাদের কাজ প্রকাশিত তথ্যগুলো সঠিক কি না, তা প্রমাণ করা। কোনো কর্মকর্তা দুর্নীতি করে থাকলে এটি তার ব্যক্তিগত বিষয়। এ নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সংবাদমাধ্যমকে দোষারোপ করা শোভনীয় কাজ নয়, বরং এরমধ্যে দিয়ে ব্যক্তিগত দুর্নীতি উৎসাহিত হওয়ার শঙ্কা রয়েছে।

আরও পড়ুন :বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা

দেশের স্বার্থে সাংবাদিক-পুলিশ দীর্ঘদিন থেকে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে একসাথে কাজ করে আসছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, আগামী দিনেও একসাথে কাজ করবেন সাংবাদিক ও পুলিশ।

ডিআরইউ নেতারা বলেন, সব বাধা বিপত্তির মুখেও সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করে যাবেন। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বিঘ্নিত হয় এমন বক্তব্য প্রদান থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে। কারণ মত প্রকাশের স্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতার অধিকার বাংলাদেশের সংবিধানেই স্বীকৃত।