সংবাদ শিরোনাম ::
পার্পল ক্যাপ ফিরে পেলেন মোস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
আইপিএল’র কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। আর এই ম্যাচে আবারও চেন্নাই স্কোয়াডে ফিরেছে মোস্তাফিজুর রহমান। এদিন ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে দুই দুই উইকেট নেন এই টাইগার পেসার। এর ফলে ৯ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় মোস্তাফিজ।
টস জিতে সোমবার (৮ এপ্রিল) চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ফিল্ডিংয়ে নামে চেন্নাই। ম্যাচের প্রথম দুই ওভারে ১২ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন মোস্তাফিজ। এরপর ডেথ ওভারের জন্য তাকে জমিয়ে রাখা হয়।
ম্যাচের ১৮তম ওভারে ৯ রান দিয়েছিলেন মোস্তাফিজ। ২০তম ওভারের প্রথম বলেই শ্রেয়াস আইয়ারকে মিড উইকেটে রবীন্দ্র জাদেজার ক্যাচ বানান কাটার মাস্টার। এর দুই বল পর মিচেল স্টার্ককে রাচিন রবীন্দ্রর ক্যাচ বানান মোস্তাফিজ।