সংবাদ শিরোনাম ::
পাবনায় বিজয়ী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ১০
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার সুজানগরে বিজয়ী প্রার্থী আব্দুল ওহাবের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থী শাহীনুজ্জামান শাহীনের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। এরমধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে এই ঘটনা ঘটেছে।
আহতরা হলো- এস এম আব্দুল্লাহ আল মামুন (৪০), ফিরোজ খান (৫২) সিরাজুল ইসলাম (৫০) ও জালাল খান (৪৫)।
জানা গেছে, আহতরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের নির্বাচন করায় এ নিয়ে বিরোধ ছিলো। সেই বিরোধের জের ধরে শনিবার (২৫ মে) দুপুরে তাদের ওপর হামলা করে।
পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। ভুক্তভোগীদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।