সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে দেড় লাখের বেশি শিশু
মো. মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড়
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে দেড় লাখেরও বেশি শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (৩০ মে) সিভিল সার্জনের কার্যালয়ের হলরুমে এক ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী এই তথ্য জানান। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সিলেটে ভয়াবহ বন্যা, পানিবন্দী লাখো মানুষ
এ সময় তিনি জানান, আগামী ১ জুন (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৬৪ হাজার ৩৭৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রত্যেক কেন্দ্রে দু’জন করে দুই হাজার ১৫৪ জন সেচ্ছাসেবক একযোগে জেলার এক হাজার ৭৭টি কেন্দ্রে কাজ করবে।
ছয় থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৪৭৫ জনকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৪৪ হাজার ৯০০ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।