সংবাদ শিরোনাম ::
নড়াইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
নড়াইল প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
‘জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন’’এ প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর)দুপুরে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিম্বাস, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর নড়াইলের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) জাহিদুল ইসলাম বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা তবিবর রহমান খান, ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বাবুল মজুমদার, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রীতিশ বিশ্বাস, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রিতিশ মল্লিক প্রমুখ।
বক্তারা, জন্ম-মৃত্যু নিবন্ধনের কাজে সার্ভার জটিলতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি জন্ম-মৃত্যু নিবন্ধনে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান।