নোয়াখালীর তিন উপজেলায় আ’ লীগ নেতারা জয়ী
- সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে নোয়াখালীর তিন উপজেলায় ভোট বুধবার (২৯ মে) অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফলাফলে জয়ীরা আওয়ামী লীগ নেতা।
আরও পড়ুন : এমপি আনার হত্যার রহস্য ঘনাচ্ছে, নেপালে নজর সিআইডির!
বুধবার (২৯ মে) রাতে ভোট গননা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার। এর আগে, সকাল ৮টায় ভোট শুরু হয়। যা চলে বিকাল ৪টা পর্যন্ত। এই তিন উপজেলায় ব্যালটে ভোট হয়।
সদর উপজেলায় চেয়ারম্যান পদে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে ৪৭ হাজার ৫৯০ ভোট পেয়েছেন।
আরও পড়ুন : ৫ জুন র্যাবের দায়িত্ব নেবেন ব্যারিস্টার হারুন
বেগমগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.সাহেদ শাহরিয়ার দোয়াত কলম চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। দোয়াত কলম প্রতীকে তিনি ৩৬ হাজার ৭৮৭ ভোট পেয়েছেন।
অপরদিকে, কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম শরীফ চৌধুরী পিপুল। তিনি আনারস প্রতীকে ৪৮হাজার ১৬৬ ভোট পেয়েছেন।
আরও পড়ুন : বিদেশে বেনজীরের সম্পদের খোঁজে দুদক
উল্লেখ্য,উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মো. শাহদাত হোসেন। আরেক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল। তাদের সাথে ভোট বর্জন করেন নারী ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী ফাতেমা বেগম ওরফে পারভীনও।