সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর তিন উপজেলায় আ’ লীগ নেতারা জয়ী
নোয়াখালী প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে নোয়াখালীর তিন উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়েছে। তাতে বেসরকারি ফলাফলে জয়ী তিনজনই আওয়ামী লীগ নেতা।
মঙ্গলবার (২১ মে) রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আরা।
সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল আলম দিপু আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন।
চাটখিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির দোয়াত কলম প্রতীকে বিজয়ী হয়েছেন।
সোনাইমুড়ীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.মোমিনুল ইসলাম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৮১ ভোট।