সংবাদ শিরোনাম ::
নৈরাজ্যের বিরুদ্ধে কলাপাড়ায় বিক্ষোভ
উত্তম কুমার হাওলাদা, পটুয়াখালী
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
সারা দেশে বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল বের করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। রবিবার (৪ অঅগস্ট) বেলা ১১ টার দিকে দলীয় কার্যালয় থেকে পৌরশহরে এ মিছিলটি বের হয়।
শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার।
এছাড়া কুয়াকাটা ও মহিপুরে আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস বিরোধী মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র মো. আনোয়ার হোসেন ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক মোল্লা। তবে কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটায় আন্দোলনকারী ছাত্রদের ব্যানারে কোন মিছিল কিংবা সভা দেখা যায়নি।