নীল রংয়ের পলিথিনে পাওয়া গেলো ১৩ কেজি গাঁজা
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম- নুর মোহাম্মদ (৫৫)। তিনি নোয়াখালী সদর উপজেলার পূর্ব মাইজচড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
বুধবার (৫ জুন) সন্ধ্যার দিকে উপজেলার কেন্দুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৬ জুন) এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের একটি দল কেন্দুরবাগ থেকে পশ্চিমে ক্বারীগো রাস্তার মাথার দিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা আসতে দেখে থামতে সংকেত দেয়। এ সময় চালক অটোরিকশা থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে রিকশা তল্লাশি করে দুটি প্যাকেটে ৫ কেজি করে ১০ কেজি, ৩টি নীল রংয়ের পলিথিনের প্যাকেটে ১ কেজি করে মোট ১৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো.রুহুল আমিন বলেন, এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।