নীলফামারী’র সাবেক এমপি আফতার ও সাদ্দামের বিরুদ্ধে মামলা
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
নীলফামারী’র ডিমলা ও জলঢাকা উপজেলার ভুমি দখল করে বালু উত্তোলন, চাঁদাবাজী ও কৃষকদের উপর হামলা করে আহত ও হত্যার চেষ্টার অভিযোগ এনে সাবেক এমপি আবতাব উদ্দিন সরকার ও সাদ্দাম হোসেন পাভেলসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছেন এক কৃষক।
১৯ সেপ্টেম্বর (বৃস্পতিবার) নীলফামারী চীফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক আদালতের ডিমলা আমলী আদালতে মামলাটি দায়ের করেন, ডিমলা উপজেলার সদর ইউনিয়নের কুঠিরডাঙ্গা গ্রামের মৃত: কছির উদ্দিনের ছেলে কৃষক আনিছুর রহমান।
বিজ্ঞ আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে ডিমলা থানায় অভিযোগটি রেকর্ড করে আদালতে প্রতিবেদনের দাখিলের আদেশ দিয়েছে আদালত।এ মামলায় নীলফামারী-১ (ডোমার-ডিমলা)-আসনের সাবেক সংসদ সদস্য আবতাব উদ্দিন সরকার ও নীলফামারী-৩ (জলঢাকা)-আসনের সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল,ডিষলা উপজেলা যুবীলীগের যুগ্ন আহবায়ক ফেরদৌস পারভেজ,ডিমলা উপজেলার সদর ইউনিনের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি এইচ এসম ফিরোজসহ ৭৪ জনসহ অজ্ঞাত প্রায় ৪ শত জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সুত্রে জানা গেছে; ২০১১ সাল থেকে ২০২৪ সালের ৪ আগষ্ট পর্যন্ত তাদের ভোগদখলি ৩০ একর জমি জোরপূর্বক দখল করে বালু উত্তোলন করে আসছিল। তাদের এ কর্মকান্ডে বাঁধা-নিষেধ করলে ভুমি দশ্যু চক্রটি জমির মালিকদের উপর হাম,লা চালিয়ে আহত করে হত্যার উদ্দেশে। এ কর্মকান্ডের পাশাপাশি হাটবাজার ও বাসাবাড়ী এসে হত্যার হুমকি দিয়ে প্রতিমাসে রাখ-লাখ টাকা চাঁদা আদায় করতো।অবৈধ দখলে থাকা জমি ফেরৎ ও জমির ক্ষতিপূরনের দাবী উল্লেখ করা হয়েছে।