সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে নীলফামারী’র কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবুকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। (৮ আক্টোম্বর) দুপুরে তার নিজবাড়ী থেকে তাকে আটক করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী কিশোরগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান রবিউল ইসলাম বাবু কিশোরগঞ্জ সদর ইউনিয়নের গদা কোরানিপাড়া গ্রামের নুরুল ইসরামের ছেলে।
কিশোরগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা গেছে,গত (৪ আগষ্ট)নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও তিতুমির সড়কের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
নীলফামারী সদর থানার ইনচার্জ এম এ সাঈদ জানান, (৮ আক্টোম্বর) মঙ্গলবার যৌথবাহিনী রবিউল ইসলাম বাবুকে গ্রেফতার করে সদর থানায় সোর্পদ্দ করে।
(৯অক্টোম্বর) বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।