‘নতুন সরকারকে সহযোগিতা করা হচ্ছে না’
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
আগামী এক মাস ছাত্র জনতাকে কোনো দাবি নিয়ে বিক্ষোভ না করার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, নতুন এই সরকারকে কোনো সহযোগিতা করা হচ্ছে না।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আন্তর্বতী সরকারের কাছে প্রবাসীদের প্রত্যাশা ও করণীয় শীষর্ক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, সরকারকে কাজ করতে দিন। হঠাৎ করে বিক্ষোভ শুরু করেছে। দেশ স্বাভাবিকভাবে চলতে দেয়া হচ্ছে না। সরকারের সব দফতরে শুদ্ধি অভিযান চলছে। প্রবাসের পাশাপাশি যেখানে কেউ সিন্ডকেটের সাথে জড়িত থাকবে তাদের বিরৃদ্ধে ব্যবস্থা নিতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে। অনেক ত্যাগ স্বীকার নতুন সরকার গঠন করা হয়েছে।
তিনি বলেন, অ্যাম্বাসিতে এতোদিন প্রভু দাসের ব্যবহার করতো। এখন তা চলবে না। সবাইকে সম্মান দিতে হবে সে লেবার হোক বা মিনিস্টার। সরকারি কর্মকর্তাদের কেউ স্যার বলে সম্বোধন করবেন না। ভারত তাদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশকে চাপে রাখতে।