নগ্ন হয়ে অস্কারের মঞ্চে জন সিনা
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে
নগ্ন হয়ে অস্কারের মঞ্চে গেলেন জন সিনা। তবে তিনি যে কাণ্ড ঘটালেন, তা বিনোদন দুনিয়ায় চর্চার শিরোনামে। একেবারেই উলঙ্গ হয়ে মঞ্চে উঠলেন জন সিনা। ৯৬তম অ্যাকাডেমি পুরস্কারের অনুষ্ঠান থেকে এই দৃশ্য ভাইরাল হয়ে যায়।
১৯৭৪ সালের ঘটনার পুনরাবৃত্তি ২০২৪ সালে। রবার্ট ওপেল নামে এক ফটোগ্রাফার সেবছর গোটা অস্কারের মঞ্চে উলঙ্গ হয়ে ঘুরেছিলেন। সেই ঘটনার ৫০ বছর পর সেরা কস্টিউম ডিজাইনারের নাম ঘোষণা করতে গিয়েই এই ঘটনা ঘটালেন স্টান্ট জন সিনা। গোটা শরীর উন্মুক্ত। গোপনাঙ্গ ঢেকে লজ্জা নিবারণ করার জন্য অভিনেতার হাতে দেখা গেল মাত্র একটুকরো কাগুজে খাম। তাতে লেখা রয়েছে বিজয়ীর নাম।
সোমবার (১১ মার্চ) লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অস্কার অনুষ্ঠানে অতিথিরা এ কাণ্ড দেখে হতবাক। জন সিনা সেরা কস্টিউম ডিজাইনারের নাম ঘোষণা করার জন্য যখনই খাম তুলে নিলেন, তখন মঞ্চের সব আলো নিভু-নিভু। তখন কয়েকজন হাজির হন একটি গাউন নিয়ে। এরপর জন পোশাক পরে, সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার তুলে দেন মার্টিন স্করসেসির হাতে। নেপথ্যে ‘পুওর থিংস’ ছবি। গতবছর চড়কাণ্ডের পর এবার অস্কারের মঞ্চে জন সিনার নগ্ন কাণ্ড চর্চার শিরোনামে।