নকল দুধ তৈরির কারখানায় অভিযান, জরিমানা দুই লাখ
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
পাবনার ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা ও নকল দুধ তৈরির মেশিন জব্দ করা হয়েছে ।
মঙ্গলবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের গোপালনগর বাজারে বাধ সংলগ্ন মেইন রোডের পাশে নকল দুধ তৈরির মেশিন ও মেডিসিন জব্দ করা হয়।
জানা গেছে, নকল দুধ কারখানার মালিক শফি প্রামানিক দীর্ঘদিন ধরে নকল দুধ বানিয়ে গোপালনগর দক্ষিণপাড়া দুগ্ধ সমিতি, রাউত নাগদহ পাড়া উত্তরপাড়া দুগ্ধ সমিতি, মৃধাপাড়া উত্তরপাড়া দুগ্ধ সমিতিসহ বিভিন্ন সমিতির ম্যানেজার ও মিল্কভিটার কিছু অসাধু কর্মচারির যোগসাজশে বাঘাবাড়ি মিল্কভিটাসহ বিভিন্ন কোম্পানিতে দুধ সরবরাহ করে আসছিলো। চার মাস পূর্বে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি মোছাঃ মুর্শিদা খাতুন গোপন সংবাদের ভিত্তিতে পার ফরিদপুরের শফি গং এর আরেকটি কারখানায় অভিযান চালিয়ে নকল দুধ তৈরির প্রমাণিত হওয়ায় শফি গং কে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও পার ফরিদপুরের কারখানাটি বন্ধ করে দেয়। নকল দুধ তৈরি করে তারা অল্প দিনের মধ্যে বিপুল সম্পদের মালিক বনে গেছে।
ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার আলমগীর কবির বলেন, কেমিক্যাল মিশিয়ে তৈরি নকল দুধ মানব শরীরে মারাত্মক ক্ষতি করে। ক্যান্সার, কিডনি ড্যামেজ, লিভার সিরোসিসসহ নানা জটিল রোগ হতে পারে এ দুধ পান করলে।
এদিন গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার ভূমি মোছাঃ মুর্শিদা খাতুন শফিক গং এর বাসায় হালা দিয়ে নকল দুধ নষ্ট ও নকল দুধ তৈরির মেশিনারি স্থানীয় কমিশনার শামস রহমানের জিম্মায় দিয়ে দেন।
নগদ দুই লক্ষ টাকা জরিমানা করেন ও কারখানাটি সিলগালা করে দেয়া হয়।