দেয়াল ভেঙে ট্রাক মাদ্রাসার ভিতরে, আহত ১৪ শিক্ষার্থী
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
লালমনিরহাটের হাড়িভাঙ্গায় বেপরোয়া মালবাহী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে। এতে মাদ্রাসার একটি শ্রেণীককক্ষে ঘুমিয়ে থাকা ১৪ জন শিক্ষার্থী আহত হয়।
বুধবার (৯ অক্টোবর) রাত ৪ টার দিকে সদর উপজেলার হাড়িভাঙ্গা তা’লিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মালামাল বোঝাই ওই ট্রাকটি রংপুর থেকে লালমনিরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে গিয়ে মাদ্রাসার দেয়ালে ধাক্কা খায়। পড়ে মাদ্রাসার দেয়াল ভেঙ্গে পড়ে ভিতরে ঘুমন্ত শিক্ষার্থীদের শরিরে পড়ে ১৪ জন শিক্ষার্থী আহত হয়। পরে সেনাবাহিনীর একটি টিম এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। এদের মধ্যে গুরুতর আহত মুরসালিন (১২) নোমান (১১) সহ ৬জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাড়িভাঙ্গা তা’লিমুল ইনসান হাফিজিয়া কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর প্রধান হাফেজ মোঃ নুর আলম সিদ্দিক জানায়, মহাসড়ক থেকে মাদ্রাসাটি ৫ ফিট কাছে হওয়ায় ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়ক ভবন কতৃপক্ষ মাদ্রাসা সামনের অংশে গাইড ওয়াল অথবা গার্ডার নির্মান করে দিলে ঝুঁকি কমবে।
মাদ্রাসা প্রধান মোঃ নুর আলম সিদ্দিক আরও জানান, মাদ্রাসা ৫ তলা ভবনের ভিত্তি দেয়ার কাজ হয়েছে। কিন্তু অর্থের সংকটে কাজের গতি কম। স্থানীয় ও সরকারি ভাবে সহায়তার হাত বাড়ালে নতুন ভবনে শিক্ষার কার্যক্রম শুরু হলে ঝুঁকি কমবে। মাদ্রাসা ছাত্রদের কয়েকজন সাথে কথা বললে তারা জানায়, মাদ্রাসাটি মহাসড়কের সাথে অবস্থিত হওয়ায় তারা সব সময় আতঙ্ক ও ভয়ের মধ্যে থাকে। কর্তৃপক্ষ যেন তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের জানান, বেপরোয়া ট্র্যাকটি তাদের হেফাজতে আছে। তবে চালক ও সহকারী চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।