‘দেশে অতিদরিদ্র থাকবে না’
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে অতিদরিদ্র থাকবে না। একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না। সবার অন্তত দুই কাঠার একটা জমি, একটি ঘর, একটি স্যানিটারি ল্যাট্রিন থাকবে।
শুক্রবার (১৭ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, গ্রামের অর্থনীতি বদলে গেছে। এক সময় যারা একবেলা ভাত খেতে পারতো না, তারা এখন চারবেলা খান। আমাদের ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশ গড়বো। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। উদ্যোক্তা তৈরির জন্য কাজ করছি।
শেখ হাসিনা বলেন, ৬ তারিখে আমরা বাজেট দেবো। বাজেট ঠিক মতো দিতেও পারব, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা হয়তো কমবে, তা পরবর্তীতে উত্তরণ করতে পারব সে আত্মবিশ্বাস রয়েছে।
তিনি আরও বলেন, সমুদ্রসীমা যে আমাদের অধিকার তা নিয়ে জিয়া, খালেদা কোনো কাজ করেনি। আমরা ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করেছি। র্ণ।