ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বললেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর

উত্তম কুমার হাওলাদার,পটুয়াখালী
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নৌ-পরিবহন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ)ড.এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর। রেললাইন ও ফোরলেন সড়ক নির্মাণ হলে এ বন্দরের ব্যস্ততা বেড়ে যাবে। এছাড়া দেশের আমদানি পন্যের কিছু অংশ এই বন্দর থেকে খালাশ করে আয় বাড়ানোর ব্যবস্থা গ্রহন করা হবে, এতে অন্য বন্দরগুলোর উপরে চাপ কমে যাবে। একই সাথে বন্দরের রাজস্ব আয় বাড়বে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় পায়রা বন্দরের প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কোনো উন্নয়ন কাজ বন্ধ করেনি, করবেও না। অনেকেই মনে করেছিলেন কী না কী হয়, প্রকল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। তবে আমরা কোনো কাজ বন্ধ করিনি। অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

সভায় পায়রা বন্দরের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো, ভ‚মি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্থ পরিবারের পুনর্বাসন কার্যক্রম, পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল ও আনুষাঙ্গিক সুবিধাদি, রামনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিং স্কিম এবং বন্দরের সুবিধা, অর্জন ও সাফল্য নিয়ে তিনি আলোচনা করেন।

এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, সদস্য পরিমল চন্দ্র বসু (যুগ্ন সচিব), সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন (ট্যাজ), ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ, ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান (প্রকল্প পরিচালক, পাবক) সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার বিকেলে তিনি পায়রা বন্দরের চলমান প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন।

উল্লেখ, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত পায়রা বন্দরে ২৮০২ টি দেশি বিদেশি জাহাজ ভিড়েছে। এতে মোট আয় হয়েছে ১৫ শত ৩ কোটি ৬৫ লক্ষ ৮২ হাজার ৩ শত ১৮ টাকা সংশ্লিষ্ট সূত্রে জনা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বললেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

নৌ-পরিবহন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ)ড.এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর। রেললাইন ও ফোরলেন সড়ক নির্মাণ হলে এ বন্দরের ব্যস্ততা বেড়ে যাবে। এছাড়া দেশের আমদানি পন্যের কিছু অংশ এই বন্দর থেকে খালাশ করে আয় বাড়ানোর ব্যবস্থা গ্রহন করা হবে, এতে অন্য বন্দরগুলোর উপরে চাপ কমে যাবে। একই সাথে বন্দরের রাজস্ব আয় বাড়বে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় পায়রা বন্দরের প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কোনো উন্নয়ন কাজ বন্ধ করেনি, করবেও না। অনেকেই মনে করেছিলেন কী না কী হয়, প্রকল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। তবে আমরা কোনো কাজ বন্ধ করিনি। অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

সভায় পায়রা বন্দরের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো, ভ‚মি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্থ পরিবারের পুনর্বাসন কার্যক্রম, পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল ও আনুষাঙ্গিক সুবিধাদি, রামনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিং স্কিম এবং বন্দরের সুবিধা, অর্জন ও সাফল্য নিয়ে তিনি আলোচনা করেন।

এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, সদস্য পরিমল চন্দ্র বসু (যুগ্ন সচিব), সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন (ট্যাজ), ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ, ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান (প্রকল্প পরিচালক, পাবক) সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার বিকেলে তিনি পায়রা বন্দরের চলমান প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন।

উল্লেখ, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত পায়রা বন্দরে ২৮০২ টি দেশি বিদেশি জাহাজ ভিড়েছে। এতে মোট আয় হয়েছে ১৫ শত ৩ কোটি ৬৫ লক্ষ ৮২ হাজার ৩ শত ১৮ টাকা সংশ্লিষ্ট সূত্রে জনা গেছে।