গণসমাবেশে বললেন মুফতী ফয়জুল করীম
দুর্নীতিবাজদের দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, চোর দিয়ে চুরি বন্ধ করা যায় না, ডাকাতদের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, দুর্নীতিবাজদের দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর কাছে হিসাব দেয়ার ভয় করে, এমন খোদা ভীরু নেতৃত্ব না আসা পর্যন্ত এদেশের মানুষ শান্তি পাবে না, মুক্তি পাবে না। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, আগামী নির্বাচনে যাদের দলে গুণ্ডা আছে, বদমাশ আছে, ডাকাত আছে, দুর্নীতিবাজ আছে তাদের বয়কট করতে হবে। তাদের ভোট দেবেন না। ভোটারদের একজোট হয়ে চাঁদাবাজ, খুনি, সন্ত্রাস, ধর্ষক, টাকা পাচারকারীদের বয়লট করতে হবে। যে দলে থাকবে এমন খুনি ও চাঁদাবাজ থাকবে তাদেরকে ভোট দিবেন না। ভোটাররা এক হলে আগামীতে কোন খুনি ও মাস্তান নির্বাচিত হতে পারবে না। এজন্য অনেক নেতাকর্শী দল থ্যাগ করেছে। জনগণ ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, আর সরকার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে। সেই সুযোগ আর মানুষ কোনো সরকারকে দেবে না।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া-সূত্রাপুর থানা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছিল তার পিয়নও নাকি ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টারে ঘুরতো ফিরতো। তাহলে বুঝুন তারা দুর্নীতির কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তার এ কথায় প্রমাণ করে হাসিনার পরিবার কত হাজার কোটির টাকার মালিক।
গেন্ডারিয়া কাঠেরপুল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা, প্রশিক্ষা সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, নগরনেতা হাজী মানোয়ার খান, গেন্ডারিয়া থানা সভাপতি হাজী মোঃ জয়নাল আবেদীন, যুবনেতা মুফতী শওকত ওসমান, শ্রমিকনেতা হাফেজ ওবায়দুল্লাহ বরকত, ছাত্রনেতা মুহাম্মদ মাইনুল ইসলাম।
সংগঠনের সূত্রাপুর থানা সভাপতি মোঃ মাসুম হাওলাদারের সভাপতিত্বে এবং গেন্ডারিয়া সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম ও তানভীর হোসাইন মাহমুদীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বৈরী আবহাওয়ার মাঝেও হাজার হাজার মানুষ গণসমাবেশে অংশ নেয়। এ এক বিরল দৃষ্টান্ত। যা কেবল ইসলামী আন্দোলন বাংলাদেশেই সম্ভব।
মুফতী ফয়জুল করীম বলেন, শরীয়তের বিধান বোরকা নিয়ে শিল্পকলার নতুন ডিজির আপত্তিকর বক্তব্য আমাদেরকে নতুনভাবে ভাবিয়ে তুলেছে। ইসলামের বিধি-বিধান নিয়ে কটুক্তিকারী ড. সৈয়দ জামিল আহমেদকে অপসারণ করতে হবে। তিনি বলেন, সৈয়দ জামিল আহমেদ ইসলামের বোরকা, দাঁড়ি ও টুপির বিরুদ্ধে কথা বলেন, তিনি কখনো হিন্দুদের শাঁখা সিঁধুরের বিরুদ্ধে বলেন না! কখনো বৌদ্ধদের গেরুয়া পোশাকের বিরুদ্ধে বলেন না! কখনো খ্রিস্টানদের ক্রুশের বিরুদ্ধে বলেন না! সুতরাং তিনি ধর্ম নিরপেক্ষ নন, তিনি ইসলামবিদ্বেষী। কোন নাস্তিক মুরতাদের ছাই এই দেশে হবে না।