দুই সন্তান কোলে নিয়েই ডিভোর্স উদযাপন পরীমণির
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১১০ বার পড়া হয়েছে
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি (Pori Moni)। যিনি সবকিছুই করেন ডাকঢোল পিটিয়ে। ডিভোর্সের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।
এবার অভিনেত্রী পরীমণি রীতিমতো করলেন অবাক করে দেওয়ার কান্ড। শরিফুল রাজের সাথে বিচ্ছেদের এক বছর কাটতেই ডিভোর্স অ্যানিভার্সারি পালন করলেন পরীমণি। সাথে দুই সন্তান। শুধু তাই নয়, প্রথমবার মেয়েকেও প্রকাশ্যে নিয়ে এলন এই অভিনেত্রী।
পরীমণি সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এ জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেবো না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি।’
পরীমণি আরও লিকেছেন, ‘এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিলো আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোন অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের! শুকরিয়া । আমারা ভালো আছি । হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী।’
উল্লেখ্য, মাদক বিতর্ক থেকে বেরিয়ে অভিনেতা শরিফুল রাজের সাথে সংসার শুরু করেছিলেন পরীমণি। কোল জুড়ে রয়েছে সন্তান রাজ্য। এররই মাঝে যেনো ফের কপাল পুড়ল বিতর্কিত এই অভিনেত্রীর। ফের বিবাহ বিচ্ছেদের দিকে পা বাড়ান পরীমণি।
এর আগে পরীমণি লিখেছিলেন, ‘যে মানুষ জনসমক্ষে আমায় অসম্মান করে তেমন ফেক মানুষের সাথে আমি থাকতে চাই না। আর বাচ্চার দায়িত্ব এক জনকে দিয়ে ঘুরে বেড়াবে রাজ, তা তো হয় না। এই সব কিছুই থেকে যাবে রাজ্য বড় হয়ে দেখবে।’