দুই কেজি ওজনের লক্ষ্মীপ্যাঁচা অবমুক্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় একটি লক্ষ্মীপ্যাঁচা উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে প্যাঁচাটি অবমুক্ত করা হয়। এটির ওজন প্রায় ২ কেজি। লম্বা পাখনা ও ফ্যাকাশে রংঙের এ লক্ষ্মীপ্যাঁচার বৈজ্ঞানিক নাম টয়টো আলবা।
এটি নিশাচর প্রাণী বলে জানায়, এনিমমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। সোমবার সন্ধ্যার দিকে আবুল বশার মুন্সী নামের এক ব্যক্তি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমীরাবাদ গ্রাম থেকে এটিকে উদ্ধার করেন।
আবুল বাশার জানান, এখন আগের মতো লক্ষ্মীপ্যাঁচা সচরাচর দেখা যায়না। এ প্রজাতির প্যাঁচা এর আগে তিনি এলাকায় লক্ষ্য করিনি। সোমবার সন্ধ্যার দিকে এ লক্ষ্মীপ্যাঁচাটি তার এক প্রতিবেশীর জালে আটকা পড়া আবস্থায় দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যদের উপস্থিতিতে প্যাঁচাটি অবমুক্ত করে দেয়।
উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক মনি জানান, এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা এই প্যাঁচাটি উদ্ধার করে অবমুক্ত করেছে। বন বিভাগ সব সময় তাদেরকে সহযোগিতা করে থাকি।