দর্শকশূন্য মাঠে হবে পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
পাকিস্তান সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শান মাসুদের দলের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে গেছে নাজমুল হোসেন শান্ত’র দল। সিরিজ়ের দ্বিতীয় টেস্ট হবে করাচিতে। তবে এ ম্যাচে থাকবে না দর্শক। দর্শকহীন স্টেডিয়ামে পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট আয়োজনের এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তারা।
রাওয়ালপিণ্ডিতে হবে সিরিজ়ের প্রথম টেস্ট। ম্যাচ গ্যালারিতে বসে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু দ্বিতীয় টেস্ট দেখার সুযোগ নেই। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য লাহোরের গদ্দাফি-সহ পাকিস্তানের একাধিক স্টেডিয়াম সংস্কার শুরু হয়েছে। সংস্কার হচ্ছে করাচির জাতীয় স্টেডিয়ামও। আর এই সংস্কারের জন্য গ্যালারির কিছু অংশ বন্ধ রয়েছে। তাই দর্শকশূন্য স্টেডিয়ামে টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দিন দুয়েক আগে করাচি টেস্টের টিকিট বিক্রি সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করে পিসিবি। এরপর মঙ্গলবার (১৩ আগস্ট) করাচি টেস্টের টিকিট বিক্রি বন্ধের নির্দেশ দেয় পিসিবি কর্মকর্তারা। ক্রিকেটপ্রেমীদের নিরাপত্তার জন্য এ নির্দেশ বলে বিবৃতি দিয়ে জানায় পিসিবি কর্তৃপক্ষ। ম্যাচ শুরু হওয়ার কথা ৩০ অগস্ট থেকে। উল্লেখ্য, দুই দেশের প্রথম টেস্ট ২১ অগস্ট শুরু হবে।
এদিকে, ১৫ অক্টোবর থেকে করাচিতেই পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা । সেই ম্যাচ দর্শকেরা দেখতে পাবেন বলে আশা পিসিবি কর্তাদের। এরমধ্যে সংস্কারের কাজ শেষ হয়ে যাবে।