তলাফেটে মেঘনায় ৯০০ টন জিপসামবাহী কার্গো ডুবি
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
বরিশালের মেহেন্দীগঞ্জ কালিগঞ্জ মেঘনা নদীতে তলাফেটে একটি কার্গো ডুবে গেছে। তবে কার্গোতে থাকা ১০ নাবিককে উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) বেলা আড়াইটার দিকে মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কার্গোর উদ্ধার হওয়া নাবিকরা হলো-চালক মো. রেজাউল করিম, গ্রীজার মো. ফয়সাল, লস্কর রাজিব, ইয়াসিন হাওলাদার, রিফাত শেখ, রাহাত,সুকানী কবির, এনায়েত হোসেন সরদার, আলমগীর ও মাস্টার মো. নোমান।
কার্গোর মাস্টার মো. নোমানের বরাতে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌপুলিশের এসআই ওমর ফারুক বলেন, পায়রা বন্দর থেকে ৯০০ টন জিপসাম নিয়ে এমভি খশিয়াখালী-১ নারায়নগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। গত ২ জুলাই কার্গো মেঘনা নদীর মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায় এসে নোঙর করে। বুধবার সকালে অন্যান্য কার্গোর সঙ্গে এমভি খশিয়াখালী-১ নারায়নগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথে অজ্ঞাত কিছুর সঙ্গে কার্গোর তলায় ধাক্কা লাগে। এতে কার্গোর ড্রাফটের পানি বাড়তে থাকে। তখন কার্গো দ্রত চালিয়ে চরের উদ্দেশ্যে নেয়ার চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয়নি। কার্গোটি ডুবে যায়। তখন ৯৯৯ এ ফোন করে সহায়তা চায়। সেখান থেকে খবর পেয়ে কার্গোর নাবিকদের উদ্ধার করা হয়েছে।
মাস্টার নোমান জানান, তারা বর্তমানে উলানিয়া লঞ্চঘাট এলাকায় নৌপুলিশের হেফাজতে রয়েছেন। কার্গো মালিককে খবর দিয়ে হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।