‘ঢাকায় হবে আরো কয়েকটি মেট্রোরেল হবে’
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা শহরে আরো কয়েকটি মেট্রোরেল হবে। কিছু পাতাল দিয়েও যাবে। সেইভাবেই পরিকল্পনা নেওয়া হয়েছে।কারওয়ানবাজারের ওপর চাপ কমাতে ঢাকার চারদিকে চারটি পাইকারি বাজার হবে।
শনিবার (২৫ মে) রাজধানীর বঙ্গবাজারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ সময় শেখ হাসিনা বলেন, রাজধানী ঢাকাকে আধুনিক হিসেবে গড়ে তুলতে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করছে আওয়ামী লীগ সরকার। সরকারের নেয়া একের পর এক পরিকল্পনায় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি লুটপাট, দুর্নীতি ও মানুষ খুন করে ক্ষমতায় এসেছিলো। এরপর সন্ত্রাস, জঙ্গিবাদ ও অস্ত্র চোরাচালানির দেশে পরিণত হয়। সাজাপ্রাপ্ত তারেক জিয়া এখন বিদেশ বসে দেশে অশান্তির হুকুম দেয়।
শেখ হাসিনা বলেন, ৭৫’র পর যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলো, তারা ২১ বছর দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। দেশ এগোতে পারেনি। দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ।