সংবাদ শিরোনাম ::
ঢাকায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
দুই দিনের সফরে ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। সফরকালে তিনি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন। এছাড়া, কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করার কথা রয়েছে।
মঙ্গলবার (২১শে মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।
পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন পেনি ওং। এই বৈঠকে গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট, অভিবাসন, শিক্ষা ও ব্লু-ইকোনমি। তবে জ্বালানি আমদানি ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেবে ঢাকা। আর ক্যানবেরার আগ্রহ ইন্দো-প্যাসিফিক এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যু। বুধবার (২২ মে) বিকেলে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার।