ডা. হ্যানিম্যানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়ায় হোমিওপ্যাথির জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে র্যালী, ফ্রি মেডিকেল ক্যাম্প,ঔষধ বিতরণ, ভেষজ প্রদর্শনীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুন) দুপুরে রামনারায়ণ পাবলিক লাইব্রেরির সামনে থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে রামনারায়ণ পাবলিক লাইব্রেরীর হল রুমে আলোচনা সভা হয়।
লোহাগড়া উপজেলা হোমিওপ্যাথিক পেশাজীবি ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ হায়াতাদুর রহমান উজ্জলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ রওনক ই নূর, নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ রফিকুল ইসলাম মিনা,লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াত,সাধারন সম্পাদক ডাঃ রাজিবুল আলম,বীরমুক্তিযোদ্বা ডাঃ রবীন্দ্রনাথ বিশ্বাস,ডাঃ আলো রানী বিশ্বাস, ডাঃ প্রদীপ ব্যানার্জি,ডাঃ সুইটি খানম প্রমুখ।