সংবাদ শিরোনাম ::
ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেট-চট্টগ্রাম রেল চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১২টায় এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কনটেইনার ট্রেন সোমবার রাতে দাড়িয়াপুর এলাকায় ট্রেনটির দুইটি চাকা লাইনচ্যুত হয়। এতে করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে।