টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের মতবিনিময়
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ বিভাগের কর্মকর্তাদের সাথে সোমবার (৯ সেপ্টেম্বর) পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
এ সময় বক্তব্যে তিনি বলেন, দুর্গাপুজাকে কেন্দ্র করে অশুভ শক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে পারে সেজন্য যার যার অবস্থানে সর্তক থাকতে হবে। প্রতিটি পুজা মন্ডপ ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। অন্য যে কোন বছরের তুলনায় এ বছর আরো বেশী জাকজমকপুর্ণ ও শান্তিপুর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)রাকিবুল হাসান রাসেল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ,মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের উপ-পরিচালক রমেশ চন্দ্র সরকার, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ গুন ঝন্টুসহ জেলা পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তবৃন্দ, জেলা পুজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।