সংবাদ শিরোনাম ::
ঝুঁকি সহনশীল ফসল উৎপাদনে প্রশিক্ষন
উত্তম কুমার হাওরাদার, পটুয়াখালী
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
ঝুঁকি সহনশীল ফসল উৎপাদন বিষয়ক পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের এক দিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০ জন প্রান্তিক কৃষক অশংগ্রহন করেন।
এনসিয়র প্রোটেকশন এন্ড জাস্টিস থ্রু ইনটিগ্রেটেড এ্যাপ্যোচ (ইপজিয়া) প্রকল্পের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে। ওইসব কৃষকদের ঝুঁকি সহনশীল ফসল উৎপাদনে দিক মূলক পরামর্শ তুলে ধরেন উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মো.অলিউল্লাহ। এছাড়া এলাকায় লবন সহিষ্ণু ফসল উৎপাদন বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র ইপজিয়া প্রোজেক্ট প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও সহ স্থানীয় সেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।