ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরিয়ে নেয়া হয়েছে ৫ হাজার মানুষ
- সংবাদ প্রকাশের সময় : ১০:২০:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে পাহাড়ে ঝুকিপূর্ণভাবে বসবাসরত প্রায় পাঁচ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ৯ নম্বর বিপদ সংকেত জারি করার পর থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যক্রম শুরু করে। বিপদ সংকতের কারণে পাহাড় ধসের আশঙ্কায় তাদের নিরাপদস্থানে নেয়া হয়েছে। মানুষের জানমাল রক্ষার্থে ৬ জন সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে মানুষের জানমাল রক্ষায় জেলা প্রশাসনের কয়েকটি টিম কাজ করেছে।
নগরের বিজয়নগর পাহাড়, আকবরশাহ ঝিল ১, ২ ও ৩ নম্বর এলাকা, শান্তিনগর পাহাড়, বেলতলীঘোনা পাহাড় থেকে লোকজনকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। এছাড়াও সোমবার (২৭ মে) সকাল থেকে মাইকিং করে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পাহাড়ের মানুষকে যেন প্রাণ দিতে না হয় সেজন্যে কাজ করছি। ঝুকিপূর্ণ পাহাড়গুলো থেকে পাঁচ হাজার মানুষকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।