সংবাদ শিরোনাম ::
ঝড়ের সাথে বাড়ছে বজ্রপাত, বাড়ছে মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
সারা দেশে তাপপ্রবাহের পর একটু বৃষ্টিতে জনবীজনে স্বস্তি নেমে এসেছ। শনিবার (১৮ মে) দেশের বিভিন্ন বৃষ্টি হয়েছে। সেই সাথে হয়ে বজ্রপাতও। আর তাতে প্রাণ হারাচ্ছে মানুষ। এদিন তিন জেলায় ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নরসিংদীতে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গাজীপুরে একজন ও টাঙ্গাইলের কালিহাতীতে দুইজনের মৃত্যু হয়েছে।
নরসিংদীতে শনিবার (১৮ মে) সকালে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো-শরিফা বেগম (৫০), ইকবাল হোসেন (১২), কাইয়ুম মিয়া (২২) ওমোছলেহ উদ্দিন (৫০)। মাঠে ধান কাটার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
টাঙ্গাইলের কালিহাতীতে শনিবার (১৮ মে) বজ্রপাতে মারা যায় দুই কৃষক। তারা মাঠে ধান কাটাছিলেন। নিহতরা হলো-আব্দুল হোসেন ও আমির হোসেন।
এদিকে, গাজীপুরের শ্রীপুরে শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়। নিহতের নাম-ফাতেমা আক্তার।