সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে ছাত্র আন্দোলনে নিহত
জয়পুরহাটে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
জয়পুরহাটে ছাত্র আন্দোলনে মো. মেহেদী (২৫) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, জয়পুরহাট-১ আসনের সাবেক এমপি সামসুল আলম দুদু ও জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন জেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নিহত মেহেদীর স্ত্রী মোছা. জেসমিন আক্তার সৃষ্টি বাদী হয়ে জয়পুরহাট আদালতে এ মামলাটি করেন।
জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে নথিভুক্ত করতে সদর থানাকে নির্দেশ দেন।