সংবাদ শিরোনাম ::
জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু
তানোর (রাজশাহী) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে গাছে উঠে জাম পাড়তে গিয়ে এক কিশোরের মৃত্যু হযেছে। মৃত ওই কিশোরের নাম জয়নাল আবেদীন (১২)। তার বাড়ি তানোর পৌর সদরের শিতলীপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল করিম।
জানা গেছে, নিহত জয়নাল শুক্রবার (৮ জুন) সকালে তার বাবা-মায়ের সাথে তানোর উপজেলা ক্যাম্পাসের ভেতরে জাম পাড়তে গাছে উঠে। পরে ডাল ভেঙে মসজিদের ছাঁদের ওপরে পড়ে। এতে তার মাথা ফেটে রক্তক্ষরণ হয়। জয়নালকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এ ব্যাপারে তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, এমন মৃত্যুর খবর পাওয়া যায়নি। খবর পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।