জামালপুরে শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী পালিত
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকারে নিহত বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জামালপুরে মৌন মিছিল ও স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) মৌন মিছিল ও স্বরণসভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা।
মৌন মিছিল শেষে স্বরণসভায় বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের আহবায়ক বুরহান উদ্দিন, সদস্য সচিব রাকিবুল হাসান, যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকর করা সহ গত দেড় যুগের বেশী সময় ধরে আওয়ামী লীগ সরকারের অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, হত্যা, গুম, হামলা, মামলাসহ সীমাহীন দুর্নীতির বিচারের দাবি জানান।
এসময় দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার জন্য উপযোগী ক্যাম্পাসের দাবিও জানান তারা।