জয়পুরহাটে জননিরাপত্তা বিষয়ক গোল টেবিল বৈঠক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
জয়পুরহাট মাল্টি পার্টি আ্যাডভোােসি ফোরামের উদ্যেগে জননিরাপত্তা বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬অক্টোবর) জেলার স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে মাল্টিপাটি এডভোকেসি ফোরামের সভাপতি, খম আব্দুর রহমার রনি’র সভাপতিত্বে জয়পুরহাট মাল্টি পার্টি এ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) আয়োজিত একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, মাসুদ রানা প্রধান, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট জেলা জাতীয় পাটির সভাপতি মো: হেলাল উদ্দীন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন তরুণ সংগঠনের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি, এবং সাংবাদিকবৃন্দ।
জয়পুরহাট মাল্টিপার্টি এডভোকেসী ফোরামের সদস্যদের আলোচনার মাধ্যমে বৈঠকে পরিবর্তিত রাজনৈতিক পরিবেশে নাগরিক নিরাপত্তাসহ সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সবার সম্মতিক্রমে আসন্ন দুর্গা পূজায় সম্প্রীতি বৃদ্ধির জন্য জেলার বিভিন্ন মন্ডপে মাল্টিপাটি এডভোকেসি ফোরামের ব্যানারে বিভিন্ন পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাবে। এছাড়াও শহরের ট্রাফিক-যানযট নিরসনে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে উত্থাপিত বিষয় বস্তু সম্পর্কে জয়পুরহাট সদর থানার অফিসার ইন চার্জ ওসি, শাহেদ আল মামুন বলেন, যে কোন রাজনৈতিক দল কিংবা ব্যক্তির ঊর্ধ্বে জনগন এবং তাদের নাগরিক সেবা নিশ্চিত করনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যানজট নিরসনে যে আলোচনা করা হয়েছে তা সম্পর্কে তিনি অবগত আছেন এবং সেসব সমাধানে ইতোমধ্যেই বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। আর যেগুলো সম্পর্কে এখনো কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি সমাধানে দ্রুতই কার্যকরি ব্যবস্থা গ্রহণ করা হবে । এছাড়াও তিনি পুলিশকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে আহব্বান জানান। তিনি পুলিশকে সত্যিকারের জনবান্ধব একটি বাহিনী হিসেবে জনগণের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দেন।
ইউকেএইড এর অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল একাউন্টিবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট ( বি- স্পেইস) প্রকল্পের সহায়তায় এ গোলটেবিল বৈঠক এ উপস্থিত ছিলেন জয়পুরহাট সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজশাহী অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার, প্রোগ্রাম এসোসিয়েট আশেক তানভীর অনীক।