জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ০২:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
পাবনার চাটমোহরে জমি নিয়ে বিরোধে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোহাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হেলাল প্রামানিক সোহাগবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলী প্রামাণিকের ছেলে।
এ ঘটনায় আহতরা হলো- আব্দুল ওয়াহেদ প্রামাণিক, বাবলু প্রামাণিক ও আবু মাজন প্রামাণিক। তারা নিহত হেলাল উদ্দিনের ভাই। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গত তিন মাস আগে একই গ্রামের গুদু প্রামাণিকের ছেলে সাইদুল ইসলামের কাছ থেকে জমি কেনেন আজাদ হোসেনের ছেলে খলিল হোসেন ও এলবাজ প্রামাণিকের ছেলে জিয়া প্রামাণিক। কিন্তু সাইদুল ইসলাম সেই জমি রেজিস্ট্রি করে দিতে তালবাহানা করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। থানায় উভয়পক্ষকে নিয়ে সালিশ বৈঠকও হয়েছিল।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় তাদের বাড়ির পাশে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হলে একপর্যায়ে খলিল হোসেনকে মারধর করেন অভিযুক্ত সাইদুল ইসলাম ও তার চাচাতো ভাই জামাত আলী।
চাটমোহর থানার ওসি সেলিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।