ছাগলে খেলো আম পাতা, মারপিটে একজনের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে
রাজশাহী গোদাগাড়ীতে আম গাছের পাতা খাওয়া কেন্দ্র করে মারপিটে একজনের মৃত্যু হয়ছে। তার নাম- রুহুল আমিন (৪২)। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে গোদাগাড়ী উপজেলার সাগুয়ান ঘুন্টিঘর এলাকায় এই ঘটনা ঘটেছে।
এদিকে, মৃত্যুর এঘটনাকে কেন্দ্র নিহতের স্ত্রী আকলিমা খাতুন গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দয়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-মনিরুল ইসলাম(৩১) ও রবিউল ইসলাম এবং সিফাত আলী (১৮)।
জানা গেছে, সোমবার (১৫ এপ্রিল) বিকালে গোদাগাড়ী উপজেলার ঘুন্টিঘর এলাকার আজিজুলের ছেলে মোঃ সাদেকুলের ছাগলে মসজিদের আম গাছের পাতা খায়। এনিয়ে সন্ধ্যা পৌনে ৭টায় মসজিদ কমিটির সভাপতি নিজাম উদ্দিন, সাদেকুলকে ডেকে ছাগলে গাছ খাওয়ার কথা বললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষন পর তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মোঃ রুহুল আমিন সভাপতির পক্ষ নিয়ে কথা বললে তার উপর চড়াও হয়ে মারপিট শুরু করে। রুহুল আমিন রক্ষার জন্য আনারুলের ছেলে নাজিরুল আগাইয়া আসলে তারা তাকেও মারপিট করে। এক পর্যায়ে রুহুল আমিনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন এ বিষয়ে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।