সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেলো শিশুরা
ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জেও ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। শনিবার (১ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ।
জেলার পাঁচটি উপজেলায় শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পযন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এ সময়ের মধ্যে ছয় থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ বয়সী ২ লাখ ২৮ হাজার ৮৮৫ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন-২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজির আহমেদ, সিভিল সার্জন অফিসের ইপিআই ইন্সপেক্টর আমিরুল ইসলাম জীবন প্রমুখৃ।