চাঁদে চলবে ট্রেন!
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ১৯৪ বার পড়া হয়েছে
এবার চাঁদে চলবে রোবট ট্রেন। একথা শুনে অবাক হনে পারেন। তবে এমনটাই হতে যাচ্ছে। দিন দিন এড়িয়ে যাচ্ছে প্রযুক্তি। চাঁদের চারপাশে নির্ভরযোগ্য পরিবহনের জন্য রেলওয়ে স্টেশন তৈরি করতে চায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা নাসা। সূত্র ডেইলি মেইল। সংবাদ মাধ্যমটি শুক্রবার (১০ মে) এক প্রতিবেদনে এই ত্যথ জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোবট ট্রেনটি পৃথিবীর তুলনায় অনেকটা আলাদা হবে। রেলওয়ে স্টেশন, ফ্লেক্সিবল লেভিটেশন অন এ ট্র্যাক। মূলত চাঁদের পৃষ্ঠে ভাসমান অবস্থায় প্রতিদিন ১০০ টন পর্যন্ত পদার্থ পরিবহনের জন্য লেভিটেটিং ম্যাগনেটিক রোবট ব্যবহার করার পরিকল্পনা করছে মহাকাশ গবেষণা সংস্থাটি।
নাসা-র জেট প্রপালশন ল্যাবরেটরির এক রোবোটিক্স ইঞ্জিনিয়ার প্রজেক্ট লিডার ড. ইথান শ্যালার বলেন, ২০৩০ সালের দিকে শোব ধরনের চন্দ্র অভিযানের ক্ষেত্রে এ রোবোটিক পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।