সংবাদ শিরোনাম ::
চলতি সপ্তাহে খুলতে পারে প্রাথমিক বিদ্যালয়
দেবব্রত দত্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরমধ্যে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে।
রোববার (২৮ জুলাই) এ নিয়ে বৈঠক থাকলেও তা হচ্ছে না বলে জানিয়েন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকের পর প্রাথমিক বিদ্যালয় কবে খোলা হবে। তা নিয়ে বৈঠক করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রোববার (২৮ জুলাই) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভা মিটিং রয়েছে। এটা নিয়মিত মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও আলোচনা হতে পারে।