সংবাদ শিরোনাম ::
ঘূর্ণিঝড় রেমাল, এবার যশোর ও বরিশালে বিমান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈরি আবহাওয়ায় এবার যশোর ও বরিশাল বিমান বন্দরেও বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে রোববার (২৬ মে) সকাল থেকে কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।
এছাড়া দুপুর ১২টা থেকে বন্ধ রয়েছে ঢাকার শাহজালাল, চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের কার্যক্রমও। আবহাওয়া স্বাভাবিক হলে আবারও ফ্লাইট চালু করা হবে। তবে চট্টগ্রামের শাহ আমানতে রোববার রাত ৮টা থেকে পুনরায় ফ্লাইট ওঠানামা করবে।
এদিকে, ঘূর্ণিঝড় রেমালের কারণে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারে ৯ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। বন্দরে জারি করা হয় সর্বোচ্চ সর্তকতা এলার্ট-৪ ।