সংবাদ শিরোনাম ::
গ্রিল ভেঙে মহিলা এমপির বাসায় চুরি
সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
জয়পুরহাটের সংরক্ষিত নারী আসনের এমপি মাহফুজা সুলতানা মলির বাসার গ্রিল ভেঙে চুরি সংঘঠিত হয়েছে। আক্কেলপুর শহরের বাসায় রবিবার (২ জুন) রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাসার দ্বিতীয় তলার গ্রিল ভেঙে চোরেরা বাসায় প্রবেশ করে। এরপর কক্ষে ঢুকে আসবাবপত্র ভেঙে টাকা ও স্বর্ণলঙ্কার নিয়ে যায়।
আরও পড়ুন : স্বর্ণের খনি ইটভাটার মাটি পরীক্ষা, অনুসন্ধান ও স্ক্যানে ভূতাত্বিক জরিপ
এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের এমপি মাহফুজা সুলতানা মলি বলেন, আমি ঢাকায় আছি। জানতে পেরেছি বাসায় চুরি হয়েছে। চোরেরা দুই ভরি স্বর্ণলঙ্কার ও দুই লাখ ৭০ হাজার টাকা নিয়ে গেছে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, আমরা এমপি মাহফুজা সুলতানার বাসা গিয়েছিলাম। চুরি ঘটনায় কেউ অভিযোগ করেননি।