গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ/ একে একে মারা গেলো ১৭ জন
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩২:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম- কুদ্দুস খান (৪৫)। এ নিয়ে এই বিস্ফোরণের ঘটনায় ১৭ জন মারা গেলেন। এখনো ৭ থেকে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। এ তথ্য জানিয়েছেন চিকিৎসক।
মৃত কুদ্দুস খানের বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার উত্তর মসরাত মেদেতী গ্রামে। তার বাবার নাম মো. সুরুজ আলী খান। শনিবার (৩০ মার্চ) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক তরিকুল ইসলাম জানান, মৃত কুদ্দুস খানের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিলো।
এর আগে এ ঘটনায় মৃতরা হলো-মনসুর আলী, শিশু তায়েবা, সোলাইমান মোল্লা, আরিফুল ইসলাম, নার্গিস খাতুন, মহিদুল, জহিরুল ইসলাম, মোতালেব, ইয়াসিন, মশিউর রহমান, মো. সোলায়মান, রাব্বি, তাওহীদ, কমলা খাতুন,,লালন মিয়া ও নাদিম।
গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, তদন্ত কমিটি গঠনগাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, তদন্ত কমিটি গঠন
গত বুধবার গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন। তাঁদের সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে তখন সাংবাদিকদের জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।
এলাকাবাসীর বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় শফিক খান তাঁর বাসার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে আনেন। পরে সিলিন্ডারটি চুলার সঙ্গে সংযোগ দেওয়ার পর এর চাবি থেকে গ্যাস বের হতে শুরু করে। পরে তিনি সিলিন্ডারটি বাইরে রাস্তায় ছুঁড়ে ফেলেন। তখনও সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল। এমন সময় ওই স্থানে একটি মাটির চুলার আগুন থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। এতে রাস্তায় থাকা ৩৬ জন দগ্ধ হয়।