ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গ্যাসের সাথে বাতাস ভরে দিয়ে প্রতারণা

মৌলভীবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীমঙ্গলে গাড়িতে গ্যাসের সাথে বাতাস ভরে দিয়ে প্রতারণার অভিযোগ করেছেন গাড়ি চালকরা। বুধবার (২৮ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল কার-মাইক্রো স্ট্যান্ডে কার মাইক্রো চালকরা দুটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে এমন অভিযোগ এনে পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মো: মহসিন মিয়া এবং প্রশাসনের দৃষ্টি আকর্শন করেন।

চালকরা অভিযোগ করে বলেন, শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়কস্থ সখিনা সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস রিফিল করলে সাথে বাতাস দিয়ে প্রতারণা করে আসছে। এছাড়াও উপজেলার মৌলভীবাজার সড়কস্থ কালাপুর মেরিগোল্ড ফিলিং স্টেশনের বিরুদ্ধে একই ধরণের প্রতারণার অভিযোগ করেন পরিবহণ শ্রমিকরা।

তারা জানান, দীর্ঘদিন যাবৎ তারা এ ধরণের প্রতারণার শিকার হয়ে আসছেন। মাইক্রো চালক মো: নাসির উদ্দিন এবং সাইফুল অভিযোগ করে বলেন, সিএনজি পাম্প দুটি থেকে এক হাজার টাকার গ্যাস ভরলে ৩০০ টাকার গ্যাসের হিসাব মিলে না। জেলার অন্য পাম্প থেকে গ্যাস ভরলে শ্রীমঙ্গলের পাম্প থেকে ভরা গ্যাসের সাথে ৩০০ টাকার গড়মিল পাওয়া যায়।

এসময় কার-মাইক্রো ও সিএনজি অটোরিকসার চালকসহ অন্যান্য চালকরা পাম্প দুটির বিরুদ্ধে একই অভিযোগ করে দ্রুত এ সমস্যার সমাধান এবং প্রতারণার বিচার দাবি করেন।

মৌলভীবাজার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ১২২৩ এর সাবেক নেতা খায়রুজ্জামান কামাল বলেন, দীর্ঘদিন যাবৎ শ্রীমঙ্গলের দুটি গ্যাস পাম্প থেকে চালকরা গ্যাস নিয়ে প্রতারণার শিকার হয়ে আসছেন। পাম্পে গ্যাস কম দেয়াতে চালকরা মালিকের কাছে চুর সাজতে হচ্ছে। তিনি বিষয়টি দ্রুত সমাধান করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

অভিযুক্ত সখিনা সিএনজি ফিলিং স্টেশনের মালিক শের আলী হেলাল অভিযোগ অস্বীকার করে বলেন, যদি এমন হয়ে থাকে তাহলে প্রশাসনের মাধ্যমে বিশেষজ্ঞ দিয়ে আমার ফিলিং স্টেশনের মেশিন পরিক্ষা করে দেখতে পারেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু বলেন, পরিহহন শ্রমিকদের অভিযোগটি উপজেলা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্যাসের সাথে বাতাস ভরে দিয়ে প্রতারণা

সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

শ্রীমঙ্গলে গাড়িতে গ্যাসের সাথে বাতাস ভরে দিয়ে প্রতারণার অভিযোগ করেছেন গাড়ি চালকরা। বুধবার (২৮ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল কার-মাইক্রো স্ট্যান্ডে কার মাইক্রো চালকরা দুটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে এমন অভিযোগ এনে পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মো: মহসিন মিয়া এবং প্রশাসনের দৃষ্টি আকর্শন করেন।

চালকরা অভিযোগ করে বলেন, শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়কস্থ সখিনা সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস রিফিল করলে সাথে বাতাস দিয়ে প্রতারণা করে আসছে। এছাড়াও উপজেলার মৌলভীবাজার সড়কস্থ কালাপুর মেরিগোল্ড ফিলিং স্টেশনের বিরুদ্ধে একই ধরণের প্রতারণার অভিযোগ করেন পরিবহণ শ্রমিকরা।

তারা জানান, দীর্ঘদিন যাবৎ তারা এ ধরণের প্রতারণার শিকার হয়ে আসছেন। মাইক্রো চালক মো: নাসির উদ্দিন এবং সাইফুল অভিযোগ করে বলেন, সিএনজি পাম্প দুটি থেকে এক হাজার টাকার গ্যাস ভরলে ৩০০ টাকার গ্যাসের হিসাব মিলে না। জেলার অন্য পাম্প থেকে গ্যাস ভরলে শ্রীমঙ্গলের পাম্প থেকে ভরা গ্যাসের সাথে ৩০০ টাকার গড়মিল পাওয়া যায়।

এসময় কার-মাইক্রো ও সিএনজি অটোরিকসার চালকসহ অন্যান্য চালকরা পাম্প দুটির বিরুদ্ধে একই অভিযোগ করে দ্রুত এ সমস্যার সমাধান এবং প্রতারণার বিচার দাবি করেন।

মৌলভীবাজার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ১২২৩ এর সাবেক নেতা খায়রুজ্জামান কামাল বলেন, দীর্ঘদিন যাবৎ শ্রীমঙ্গলের দুটি গ্যাস পাম্প থেকে চালকরা গ্যাস নিয়ে প্রতারণার শিকার হয়ে আসছেন। পাম্পে গ্যাস কম দেয়াতে চালকরা মালিকের কাছে চুর সাজতে হচ্ছে। তিনি বিষয়টি দ্রুত সমাধান করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

অভিযুক্ত সখিনা সিএনজি ফিলিং স্টেশনের মালিক শের আলী হেলাল অভিযোগ অস্বীকার করে বলেন, যদি এমন হয়ে থাকে তাহলে প্রশাসনের মাধ্যমে বিশেষজ্ঞ দিয়ে আমার ফিলিং স্টেশনের মেশিন পরিক্ষা করে দেখতে পারেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু বলেন, পরিহহন শ্রমিকদের অভিযোগটি উপজেলা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।