সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও প্রদর্শণ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
দাতা সংস্থা সুইচকন্টাক্ট এর অর্থায়নে উন্নয়ন সংগঠন সেইন্ট-বাংলাদেশ বাস্তবায়িত আস্থা প্রকল্পের আওতায় গৌরনদী উপজেলার পশ্চিম বাউরগতী গ্রামের চৌধুরী বাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী হেলথ ক্যাম্প ও ইন্টারএ্যা্কটিভ সেশন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে হেলথ ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: মনিরুজ্জামান।
সভায় আস্থা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং সেইন্ট-বাংলাদেশের কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের কো-অডিনেটর সিরাজুল ইসলাম। দুইজন বিশেষজ্ঞ ডাক্তার এবং চারজন কমিউনিটি প্যারামেডিক এর সহায়তায় দিনব্যাপী দুই শতাধিক রোগীকে স্বাস্থ্য সেবা প্রধান করা হয়। বিকালে স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও প্রদশণী অনুষ্ঠিত হয়।