গৌরনদীতে জনস্বাস্থ্য সেবা শীর্ষক মতবিনিময়
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
বরিশালের গৌরনদীতে জনস্বাস্থ্য সেবা শীর্ষক মতবিনিময় সভা এবং গৌরনদী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এ্যাসোসিয়শনের সভাপতি মাহামুদুল হাসান মুহিত, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ ছরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র আহবায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব ফরিদ মিয়া, যুগ্ন আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, জেলা উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু খানসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।