গোদাগাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
গোদাগাড়ীতে পালিত হল বিশ্ব শিক্ষক দিবস। শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার উপজেলা শিক্ষক শিক্ষিকারা এক বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ করেন।
বর্ণাঢ্য র্যালীটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রক্ষিণ শেষে পুন:রায় উপজেলা চত্ত্বরে এসে শেষ করেন।
গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহয়োগিতায় বিশ্ব শিক্ষক দিবস, আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেমতুলি দাখিল মাদরাসার শিক্ষক গাজী উদ্দীন, কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুলতানা রাজিয়া, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মসিউর রহমান, ললিতনগর ভুষনা দাখিল মাদরাসার সুপার মাহবুবুল আলম, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মজিবুর রহমান, গোদাগাড়ী মহিলা কলেজের সহকারি অধ্যাপক আসফাক আলী, শাহসুলতান কামিল মাদরাসার অধ্যক্ষ হায়াত আলী, গোদাগাড়ী সরকারি কলেজের অক্ষধ্য মাসুদ আলম সিদ্দিকী, অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাও. দুরুল হোদা।
অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াত তার বক্তব্য বলেন আগে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে ঘুষ বানিজ্য হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অর্থের বিনিময়ে নিয়োগ বানিজ্য হলেও কোন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়নি। আমি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপত্বির দায়িত্ব পালন করলেও আমি শিক্ষার উন্নয়নে শিক্ষকদের সাথে থেকে কাজ করতে চাই। কোন শিক্ষকের কোন সমস্যা হলে সরাসরি আমার সাথে কথা বলবেন। সকল শিক্ষকের জন্য আমার দোয়ার সব সময় খোলা।
শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন প্রকার অনিয়ম হবে না। কোন শিক্ষক অনিয়ম করলে তার বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন করা হবে। শিক্ষকদের পড়ার ব্যাপারে আরো যতœবান ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলেন।
তিনি আরও বলেন, শিক্ষকদের মাঝে একে অপরের মধ্যে যদি বিবাদ বিদ্যমান থাকে সেগুলো ভুলে গিয়ে শিক্ষায় মনোযোগ দিতে হবে।
অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন শিক্ষকদের বেতন, ভাতা, বাড়ী ভাড়া, চিকিৎসা, উৎসব ভাতা ইত্যাদিতে বৈষম্য করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গঠিত অন্তবর্তীকালীন সরকার যেন তাদের এ বৈষম্য দুর করনসহ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের জোর দাবি জানান শিক্ষা দিবসের এই দিনে।
শিক্ষক দিবস ১৯৬৬ সালে প্যারিসে ৫ অক্টোবর শুরু হয়েছিল। তখন থেকেই প্রতিটি দেশে এই শিক্ষক দিবস যথারীতি পালিত হয়ে আসছে।