গরমের দাপট সহসাই কমছে না
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। যা সহসাই কমছে না। চলতি এপ্রিল মাস জুড়ে থাকবে তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের ক্লাস বন্ধ থাকবে।
কর্মজীবী মানুষ নিরূপায় হয়েই ঘর থেকে বাইরে বের হচ্ছে। আবহাওয়ার পূর্বাবাস অনুযায়ী চলতি মাসের ২৫ তারিখের পর ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেশে মাঝে মধ্যে যে ঝড় বৃষ্টি হচ্ছে, তা এই তাপপ্রবাহ কমাতে যথেষ্ট নয়।
আবহাওয়াবিদরা বলেছেন, এপ্রিল মাসে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এই তাপপ্রবাহ থেকে পরিত্রাণের উপায় বজ্রপাত। বজ্রপাত সংগঠিত হলে সাধারণত তাপমাত্রা দুই থেকে ছয় ডিগ্রি পক্ষান্তরে কোন কোন জায়গায় দুই থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস কমে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এদিকে, প্রয়োজন ছাড়া দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চলমান পরিস্থিতিতে ৩ দিনের হিট এলার্ট শেষে আবারো একই ঘোষণা আসার শঙ্কা রয়েছে।