সংবাদ শিরোনাম ::
গভীর রাতে হাসপাতালে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এভারকেয়ার হাপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২২ জুন) রাত ৩টায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি জানান, খালেদা জিয়ার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এভারকেয়ার হাসপাতালে খবর দেওয়া হয়। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়। বেগম জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়েছে।
এর আগে বুধবার (১ মে) সন্ধ্যায় খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। তারপর কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে খালেদা জিয়াকে ভর্তি করা হয় সিসিইউতে। এরপর ২ মে তিনি গুলশানের বাসায় ফেরেন।
তার আগে ৩১ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো খালেদা জিয়াকে । তখন ৩ দিন হাসপাতালে থাকার পর গুলশানের বাসায় ফেরেন তিনি।