সংবাদ শিরোনাম ::
ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আরে নেই
ক্রীড়া প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
৫৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তার মৃত্যু হয়। পত্রিকা, টেলিভিশন, রেডিও সব জায়গাতেই কাজ করতেন তিনি। দীর্ঘদিন কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি ।
বিগত কিছুদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শারিরীক জটিলতা নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। গুণী এই সাংবাদিক বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএসজেএ পরিবার।
নব্বইয়ের দশকে ভোরের কাগজ থেকে সাংবাদিক জীবন শুরু অঘোর মন্ডলের। একবিংশ শতাব্দীর শুরুর দিকে সম্প্রচারে মাধ্যমে যোগ দেন তিনি।
দীর্ঘদিন কাজ করেছেন চ্যানেল আই, দীপ্ত টিভিতে। সবশেষ এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন অঘোর মন্ডল।